প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে মুফতী আরশাদ রাহমানীর শোক
প্রকাশ: ০২ নভেম্বর, ২০২৩, ০৭:৫৭ বিকাল
নিউজ ডেস্ক

হযরত হাফেজ্জী হুজুর রহ. ও মুহিউস সুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক হারদুয়ী রহ. এর সুযোগ্য খলিফা প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সভাপতি ও মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরা ঢাকার মুহতামিম মুফতি আরশাদ রাহমানী।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) আওয়ার ইসলামে পাঠানো এক শোকবার্তায় মুফতি আরশাদ রাহমানী বলেন, হারদুয়ী রহ. এর সুযোগ্য খলিফা প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান রহ. এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি ছিলেন এ দেশের উম্মাহ দরদি মুরব্বি।

তিনি বলেন, তার জীবনের সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো তিনি সাধারণ মানুষের মাঝে দ্বীনের আলো ছড়িয়ে দিতে ব্যাপক কাজ করেছেন। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠা করেছেন কুরআনি মক্তব।

তিনি আরো বলেন, প্রফেসর হযরত চলে গেলেও তার কর্মময় জীবনের বিভিন্ন খেদমতের ধারা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা রাখি ইনশাআল্লাহ। আমি আল্লাহর দরবারে মরহুমের মাগফিরাত কামনা করছি এবং তার শোকার্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

কেএল/