প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক
প্রকাশ:
০২ নভেম্বর, ২০২৩, ০৭:৪৮ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট দায়ী ও হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী ঐক্যজোট। বৃহস্পতিবার (২ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ শোক প্রকাশ করেন। নেতৃদ্বয় বলেন, প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান রহ. একজন প্রখ্যাত বুযূর্গ ছিলেন। হযরত হাফেজ্জী হুজুরের সান্নিধ্যে এসে প্রফেসর হজরত হিসেবে পরিচিতি লাভ করেন। তাকওয়া, নেক আমল ও আত্মশুদ্ধির ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি হযরত হাফেজ্জী হুজুর রহ. থেকে খেলাফত লাভ করেন। পরবর্তীতে ভারতের হারদুঈ হযরত রহ. থেকেও খেলাফত প্রাপ্ত হন। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আল্লাহ তাআলার দরবারে জন্নাতের উচ্চ মাকাম দানের দুআ করেন। এনএ/ |