প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক
প্রকাশ: ০২ নভেম্বর, ২০২৩, ০৭:১৫ বিকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট দায়ী ও হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বৃহস্পতিবার (২ নভেম্বর)গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তিনি বলেন, মরহুম প্রফেসর হামীদুর রহমান ছিলেন আব্বাজান হযরত হাফেজ্জী হুজুর রহ. এর ঘনিষ্ঠ সহচর, বিশ্বস্ত সফরসঙ্গী ও বিশিষ্ট  খলিফা। তিনি দুনিয়ার মোহ ত্যাগ করে হাফেজ্জী হুজুর রহ এর সহবতে জীবন অতিবাহিত করেছেন।

হাফেজ্জী হুজুর রহ. এর পরামর্শে কুরআন, হাদিস,তাফসির সহ দরসে নেজামির কিতাবাদি পড়ে যোগ্য আলেম হয়ে গিয়েছিলেন। অতপর  সারাজীবন মানুষকে দ্বীন ইসলামের পথে আহবান করেছেন। তার মৃত্যুতে দেশবাসী একজন সুযোগ্য দায়ী ও আধ্যাত্বিক রাহবারকে হারালো। যার শূন্যতা সহজে পূরণ হবার নয়।
আমরা মরহুমের আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করছি। 

এনএ/