প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে জাতীয় ইমাম ও খতীব সংস্থার শোক
প্রকাশ:
০২ নভেম্বর, ২০২৩, ০৬:৪২ বিকাল
নিউজ ডেস্ক |
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক, হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রফেসর হামীদুর রহমান এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন মরহুম প্রফেসর হামিদুর রহমানের ইন্তেকালে জাতি উম্মাহ দরদি একজন রাহবারকে হারালো, তার ইন্তেকালে পুরো জাতির জন্য অপূরণীয় ক্ষতি সাধিত হলো। তিনি ছিলেন অত্র অঞ্চলের সাধারণ মানুষের জন্য একজন ধর্মীয় অবিভাবক এবং হাজারো আলেম উলামার রাহবার ও উম্মাহর জন্য অমূল্য এক সম্পদ। বৃহস্পতিবার (২ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে শোক প্রকাশ করেন নেতৃবৃন্দ। বিবৃতিতে সাক্ষর করেন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের আহবায়ক মুফতি আবু তাহের আল মাদানি, সদস্য সচিব, মুফতি ওমর আল ফারুক সিরাজী, যুগ্ম সদস্য সচিব, মাওলানা মু. আতাউর রহমান আলমপুরী, যুগ্ম আহবায়ক মাওলানা আনোয়ার শাহ আনসারী, যুগ্ম আহবায়ক, মাওলানা কাজি হারুন জমিরী, যুগ্ম সদস্য সচিব, মাওলানা আবু আয়মান, যুগ্ম সদস্য সচিব, মাওলানা আমিনুল ইসলাম মারুফ প্রমুখ। এনএ/ |