পরীক্ষার বন্ধে কওমি ছাত্রদের জন্য শুরু হচ্ছে ৬ দিনের আবাসিক ‘ইংলিশ কোর্স’
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৩, ০১:৫৬ দুপুর
নিউজ ডেস্ক

|| আদিয়াত হাসান ||

দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে কওমি মাদরাসার তালিবুল ইলমদের জন্য ইংলিশে শূন্য থেকে দক্ষ হওয়ার সুবর্ন সুযোগ! ঢাকার অদূরে নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসায় S@ifur's এর উদ্যোগে শুরু হচ্ছে ৬ দিনের আবাসিক ইংলিশ কোর্স ।

ক্লাস নিবেন:
S@ifur's এর প্রতিষ্ঠাতা: জনাব সাইফুর রহমান খান।
সাথে থাকবেন সাইফুর্সের অন্যান্য প্রশিক্ষকবৃন্দ।

■ কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।

■  সর্বমোট কোর্স ফি-
১২৯০/- টাকা। কওমি মাদরাসার তালিবুল ইলমদের জন্য।
(প্রথম ৫৫ জনের জন্য ১২৯০। পরবর্তীদের জন্য ১৪৯০ টাকা।)

১৯৯০ টাকা। জেনারেল শিক্ষার্থীদের জন্য।

■ ৬ দিন ৩ বেলা মানসম্মত খাবার, আবাসন, বই ও কোর্স মেটারিয়াল।

নিয়মাবলি

এক. ঘুমানোর জন্য নিজস্ব হালকা বেডিং বা স্লিপিং ব্যাগ মশারী খাবার প্লেট ও ৬ দিন থাকার মতো প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে আসবেন।

দুই. ২০ নভেম্বরের মধ্যে রিজিস্ট্রেশন করতে হবে।

তিন. ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর (শনি থেকে বৃহস্পতিবার) মোট ৬ দিন।

■ সার্বিক যোগাযোগ
আব্দুল মাতিন স্যার 01404-432003

■ রেজিষ্ট্রেশন
01720-691415 (বিকাশ পার্সোনাল)

■ স্থান
আরাবিয়া দারুল উলুম দেওভোগ নারায়ণগঞ্জ

■ যাতায়াত
নারায়ণগঞ্জ চাষাড়া মোড় পার হয়ে ২নয় রেল গেট থেকে পশ্চিমে দেওভোগ মাদরাসা।

■ আরজগুজার
মাওলানা ফারুক আহমাদ
নাযেমে তালিমাত, আরাবিয়া দারুল উলুম দেওভোগ নারায়ণগঞ্জ।
মোবাইল: 01712418113

কেএল/