শুরু হচ্ছে আফতাবনগর মাদরাসার ইসলাহি ইজতেমা
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৩, ০৭:১২ বিকাল
নিউজ ডেস্ক

নুর আলম : রাজধানী ঢাকার আফতাবনগরের আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম মাদরাসায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী ইসলাহি ইজতেমা। সাধারণ মানুষের দ্বীন শেখার এই উন্মুক্ত পাঠশালা চলতি মাসের শেষে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ২৬, ২৭ ও ২৮ অক্টোবর ( বৃহস্পতি শুক্রবার ও শনিবার ) অনুষ্ঠিত হতে যাচ্ছে আত্মশুদ্ধি ও আমলি প্রশিক্ষণের এই ইসলাহি ইজতেমা।

আওলাদে রাসূল সাইয়েদ মাহমূদ আসআদ মাদানির খলিফা ও মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে তাশরিফ আনবেন দেশবরেণ্য উলামা-মাশায়েখ ও ওয়ায়েজিগণ। ইজতেমায় দিনের বেলা ঈমান-আক্বিদা, অজু, গোসল ও নামাজের জরুরি মাসায়েলসহ সুরা-কেরাতের মশক ও নামাজের আমলি প্রশিক্ষণ প্রদান করা হবে।

মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী আওয়ার ইসলামকে বলেন, ইজতেমাটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী ও গুরুত্বপূর্ণ। দ্বীনের মৌলিক বিষয়াদি তালিম হবে। সবার প্রতি অংশ্র গ্রহণের অনুরোধ থাকলো। আমি স্থানীয় ওলামায়ে কেরামকে আহবান জানাচ্ছি মুসল্লি এবং সাধারণ মানুষকে নিয়ে উপস্থিত হওয়ার জন্য। উল্লেখ্য, ইজতেমা শেষে ২৯ অক্টোবর সকাল ৯ টা থেকে ১২টা পর্যন্ত মহিলাদের জন্য বিশেষ বয়ান অনুষ্ঠিত হবে।

হুআ/