অন্তর ময়লা দূর করার উপায়
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৩, ০৭:২৬ সকাল
নিউজ ডেস্ক

দুনিয়ার প্রতিটি জিনিস বা বস্তুতে মরিচা বা ময়লা জমে, সেসব ময়লা দূর করার জন্য নানা ধরনের উপায়-উপকরণ আছে। কিন্তু আমাদের সর্বাধিক মূল্যবান অঙ্গ অন্তর আমাদের চিরশত্রু শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে থাকে, আর এই গুনাহের কারণে আমাদের অন্তর ময়লা হয়ে যায়। আর অন্তরে মরিচা পড়লে বা ময়লা হলে ইবাদত করতে ভালো লাগে না। নামাজ-কালামসহ কোনো ইবাদতে স্বাদ পাওয়া যায় না। গুনাহে লিপ্ত ব্যক্তি আল্লাহ-রাসুল (সা.) ও পরকালের পরিণাম সম্পর্কে উদাসীন হয়ে যায়। অন্তরের ময়লা দূর করা একটি সহজ উপায় হলো ‍মৃত্যূকে স্মরণ করা।

হাদীস : ১-হযরত আবূ হুরায়রা রা. আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সা, বলেছেন-তোমরা বেশী করে স্বাদ হরণকারী বিষয় অর্থাৎ মৃত্যুর আলোচনা (স্মরণ) করবে। তিরমিজী শরীফ।

২- প্রিয় নবীজি সা. বলেছেন- লোহায় পানি লাগলে যেমন মরিচিকা ধরে অন্তরে তেমন মরিচিকা ধরে। জিজ্ঞাসা করা হলো- অন্তরের মরিচিকা দূর করার উপায় কী। হুজুর সা. বললেন-মৃত্যূকে বেশী বেশী স্মরণ করা, আর কুরআনুল কারীম তেলাওয়াত করা। হাদীস।

এমআই/