একটা-দুইটা দল অংশ না নিলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে: ওবায়দুল কাদের
প্রকাশ:
১৮ অক্টোবর, ২০২৩, ০৯:৩৩ সকাল
নিউজ ডেস্ক |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান মেনেই নির্বাচন হবে। সেই নির্বাচনে কেউ যদি অংশ না নেয়, সেজন্য তো নির্বাচন বন্ধ থাকবে না। বুধবার (১৮ অক্টোবর) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন। স্বাধীন নির্বাচন কমিশনের অধিনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন স্বাধীন। সংবিধান মেনেই নির্বাচন হবে। একটা-দুইটা দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই। ওবায়দুল কাদের আরও বলেন, জিয়াউর রহমানের বিএনপির হত্যার রাজনীতি এখনো শেষ হয়নি। সেই হত্যার রাজনীতি বাংলার মাটি থেকে নির্মুল করতে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই অব্যাহত আছে। এসময় তিনি বলেন, শেখ রাসেলের মতো শিশুদের জন্য দেশকে সম্পূর্ণ নিরাপদ করে না তোলা পর্যন্ত আমাদের লড়াই চলবে। এম আই/ |