মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের জন্য ঢাকায় শুরু হচ্ছে ‘সাপ্তাহিক ইংলিশ কোর্স’
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৩, ০৮:০৮ রাত
নিউজ ডেস্ক

<নুর আলম>

ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ীতে মাদরাসার ছাত্র শিক্ষকদের জন্য S@ifur's এর উদ্যোগে সাপ্তাহিক ইংলিশ কোর্স শুরু হচ্ছে।

ক্লাস নিবেন:
S@ifur's এর প্রতিষ্ঠাতা: জনাব সাইফুর রহমান খান।
সাথে থাকবেন সাইফুর্সের অন্যান্য প্রশিক্ষকবৃন্দ।

■ কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।

যারা অংশগ্রণ করতে পারবেন:

■ মাদরাসার ছাত্র-শিক্ষক ইমাম মুআযযিন খতীব ও অন্যান্য পেশাজীবী ব্যক্তিবর্গ। এই কোর্সটি সবার জন্য উন্মুক্ত। কওমী মাদরাসা ও আলিয়া মাদরাসা সকল শ্রেণীর সবাই অংশগ্রহণ করতে পারবেন ।

■ ইংলিশে যারা দুর্বল, বেসিক খারাপ এমনকি ইংলিশে যারা জিরো তাদেরকেও এমন ট্রেনিং দেওয়া হবে যে, প্রত্যেক প্রশিক্ষণার্থী অন্যকেও ইংলিশ পড়াতে পারবেন।

■ এই কোর্স করার পর মাদরাসা পড়ুয়া ছাত্র আলেম মুফতী ইমাম ও খতীব সাহেবসহ সকলেই মাদরাসা অঙ্গন এবং এর বাইরে দেশ বিদেশের নানা অঙ্গনে কাজ করার সুযোগ তৈরী হবে ইনশাআল্লাহ ।

কোর্স শুরু:

প্রথম ব্যাচ:
১৯ অক্টোবর ২০২৩ ঈসায়ী রোজ বৃহস্পতিবার থেকে ।

দ্বিতীয় ব্যাচ:
২০ অক্টোবর ২০২৩ ঈসায়ী রোজ শুক্রবার থেকে।

■ কোর্সের মেয়াদ ৩ মাস।

■ অগ্রীম ভর্তি হওয়া আবশ্যক ।

ভর্তির শেষ তারিখ ১৮ অক্টোবর, ২০২৩ ঈসায়ী রোজ বুধবার। 

ক্লাসের সময়:
বৃহস্পতিবার: বাদ মাগরিব থেকে ১.৩০ ঘন্টা। 
শুক্রবার: সকাল ৯টা থেকে ১.৩০ ঘন্টা।

কোর্স ফি- ২০০০/- টাকা।
৩ জন একসাথে ভর্তি হলে ৫০০০/- টাকা ।

■ তিনটি বই ১৫০/-টাকা মাত্র।

সার্বিক যোগাযোগ:
আব্দুল মাতিন স্যার 01404-432003

রেজিষ্ট্রেশন:
01720-691415 (বিকাশ পার্সোনাল)

স্থান:
জামিআ ইসলামিয়া ঢাকা
মজুমদার কমপ্লেক্স, কাজলা ব্রীজ সংলগ্ন, ডেমরা রোড, যাত্রাবাড়ী, ঢাকা।

যাতায়াত: যাত্রাবাড়ী মোড় থেকে ডেমরা রোডে বেফাকে যেতে একটু আগে কাজলা ব্রীজ মসজিদের পাশে।

আরজগুজার:
মুফতী মুঈনুল ইসলাম, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও রেক্টর, অত্র জামিআ।
মোবাইল: 01776-272527

কেএল/