সহমর্মিতা জানাতে ফিলিস্তিন দূতাবাসে ইসলামী আন্দোলনের নেতারা
প্রকাশ:
১৫ অক্টোবর, ২০২৩, ০৭:৪০ বিকাল
নিউজ ডেস্ক |
<নুর আলম> ঢাকাস্থ ফিলিস্তিনি দূতাবাসে রাষ্ট্রদূত এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। আজ রবিবার (১৫অক্টোবর) সকালে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। এ সময় সৌজন্য সাক্ষাতে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের জনগণের পাশে থাকায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশেষ করে ইসলামী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের পক্ষ থেকে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান- এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। উপস্থিত ছিলেন , দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ড. বেলাল নূর আজিজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ। কেএল/ |