ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে যা বলল মুসলিম দেশগুলো
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৩, ০৫:৪০ বিকাল
নিউজ ডেস্ক

।। জহিরুল ইসলাম ।।

ইরান ও ইরাকের আহ্বান:
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ফিলিস্তিন সঙ্কটের জন্য ইসরায়েল ও তার সমর্থকদের দায়ী করে বলেন— "ইরান ফিলিস্তিনিদের চলমান প্রতিরোধকে সমর্থন করে।"

প্রেসিডেন্ট রাইসি বর্তমান পরিস্থিতিতে মুসলিম দেশগুলোকে  ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এক বিবৃতিতে তিনি হামাসের প্রতিরোধ ব্যবস্থার প্রশংসাও করেন। ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট হামাস ও ইসলামিক জিহাদের নেতাদের সঙ্গে পৃথকভাবে আলোচনাও  করেছেন।

অপরদিকে ইরান ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রণালয় অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এর জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিনকে সাহায্য করার জন্য মুসলিম দেশগুলির কার্যকর ও সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল লাহিয়ান এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। টেলিফোন আলাপচারিতায় দুই পররাষ্ট্রমন্ত্রী সকল মুসলিম দেশকে ফিলিস্তিনিদের প্রতি ঐক্য ও সংহতি প্রকাশের আহ্বান জানান।

সৌদি আরবের আহ্বান:
এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন— ন্যায্য অধিকার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সৌদি আরব ফিলিস্তিনিদের পাশে আছে।

একসূত্রে জানা গেছে যে, সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে কথা বলেছেন। ফোনে তিনি জানান যে,  তিনি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত প্রতিরোধে কাজ করছেন।

যুবরাজ বলেন যে, সৌদি আরব ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার এবং দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা চায়।

সৌদির বার্তা সংস্থা জানায়, যুবরাজ মুহাম্মদ বিন সালমান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আস-সিসি এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গেও ফোনে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে আলোচনা করেছেন।

অপরদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন—  সৌদি আরব নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সবধরনের অবিচারকে ঘৃণা করে।

বিবৃতিতে প্রিন্স ফয়সাল বিন ফারহান উত্তেজনা দমানোর ওপর জোর দেন এবং সকলকে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

স্বাধীনত ফিলিস্তিন গড়ে তোলা সময়ের দাবি:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের মতে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান হল ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে সবার স্বীকৃতি দেয়া।  প্রেসিডেন্ট এরদোগান বলেন— ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত মধ্যপ্রাচ্যের সংঘাতের মূল ভিত্তি। এর সমাধান না  মধ্যপ্রাচ্যে সঙ্কট বাড়তেই থাকবে। রাজধানী জেরুজালেম সহ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের অপরিহার্য দাবি।

আরব আমিরাতের আহ্বান: 
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান চলমান সংঘাত নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্ল্যাঙ্কেনের সঙ্গে কথা বলেছেন।  তিনি সবাইকে  যথাসম্ভব সংযত থাকার আহ্বান জানান।

ফিলিস্তিনি শরণার্থীদের সাহায্যে এগিয়ে এসেছে কুয়েত:
জর্ডানে নিয়োজিত কুয়েতের রাষ্ট্রদূত হামাদ আল-মাররি ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তার জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থাকে (UNRWA ) দুই মিলিয়ন ডলার প্রদান করেছেন। UNRWA এর পরিচালক সামারা আল-রিফাইর হাতে দুই মিলিয়ন ডলারের চেক অর্পণ করা হয়।

চেক প্রদানকালে হামাদ আল-মাররি বলেন, কুয়েত সরকার ফিলিস্তিনি শরণার্থীদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। ফিলিস্তিনের ব্যাপারে কুয়েত তার পুরোনো অবস্থানে অটল রয়েছে। আপন কর্তব্য পালন করতেই এই সহায়তা প্রদান উল্লেখ করে কুয়েত রাষ্ট্রদূত বলেন— এই সহযোগিতা ফিলিস্তিনের প্রতি কুয়েতের সমর্থন ও সহমর্মিতার বলিষ্ঠ প্রমান।

গাজা ইসরায়েলের সহিংসতার নিন্দা জানিয়েছে বাংলাদেশ:
গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান অত্যধিক মাত্রার শক্তি প্রয়োগ ও সাধারণ জনগণের হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন।

আজ রোববার (১৫ অ‌ক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের স‌ঙ্গে বৈঠকে আলোচনার বিষয় কো‌নো বার্তা প্রকাশ করা হয়‌নি। ত‌বে বৈঠ‌কের পর এক বিবৃতি প্রকাশ ক‌রে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, বাংলাদেশ গাঁজ্জায় নারী ও শিশুসহ সাধারণ মানু‌ষের হতাহতের পাশাপাশি অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের তীব্র নিন্দা করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় যে, গাঁজ্জায় মানবিক সহায়তার অনুমতি দিতে।

বাংলা‌দেশ ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় এড়িয়ে চলার পাশাপাশি এ অঞ্চলে একটি ন্যায্য এবং স্থায়ী সমাধান শান্তির প্রতিষ্ঠায় ইউএনএসসি রেজ‌্যু‌লেশ‌নের ভিত্তিতে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধান নি‌য়ে কাজ করার আহ্বান জানায়।

এনএ/