দেশের চারটি অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৩, ১২:৪৫ দুপুর
নিউজ ডেস্ক

বুধবার (১১ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  মাদারীপুর, বরিশাল, খুলনা এবং যশোর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে অবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর আগামী ৫ দিনে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।

এম আই/