রাজধানীতে উদ্যোক্তা সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ: ০৬ অক্টোবর, ২০২৩, ০৬:৩৭ বিকাল
নিউজ ডেস্ক

নুর আলম, বিশেষ প্রতিনিধি

"চাকরিতে নয় ব্যবসা করব উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ব"এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃহস্পতিবার (৫অক্টোবর) সকাল দশটায় রাজধানী ঢাকার পুরানো পল্টনে ইকোনমিক রিপোর্টাস ফোরামে ফিচার বিডির উদ্যোগে উদ্যোক্তা সেমিনার ২০২৩ অনুষ্ঠিত হয়।

মাও. তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়েখ নেছার আহমাদ আন নাছিরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - মাহমুদ উল্লাহ, হামনাহ'র প্রতিষ্ঠাতা আহমেদ আব্দুল্লাহ,  এম এম ওহী ট্রাভেলস এন্ড ট্যুরসের মাও. ওসমান গনি, উপস্হাপক মাও. মামুন চৌধুরী, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আফজাল হুসাইন,  মুফতি সানাউল্লাহ খান, আহমদ আবু জাফর।

এ সময় বক্তারা বলেন, সমালোচনায় কর্ণপাত না করে ব্যবসার মাধ্যমে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে নিতে হবে। উন্নয়নে অবদান রাখার জন্য নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।

ট্রেইনার হিসেবে ছিলেন, পাবলিক স্পিকার বেলাল হুসাইন তালুকদার,কওমী উদ্যোক্তার কো-ফাউন্ডার মুনিরুল ইসলাম,মোটিভেশনাল স্পিকার ফয়জুল্লাহ মাহমুদ।

সফলতার গল্প শোনান- কওমি উদ্যোক্তার ফাউন্ডার রোকন রাইয়ান,আল হিবা'র প্রতিষ্ঠাতা সাইম মিসবাহ, কলরবের বদরুজ্জামান, 
উম্মাহ বিডির চেয়ারম্যান আহমাদ মায়মুন,
কাতিব গ্রুপের প্রতিষ্ঠাতা ইনাম বিন সিদ্দিক,আল-হিকমা ফুড প্রডাক্টের হাকীম আজহারুল ইসলাম নোমানী,মানজিল গ্রুপের প্রতিষ্ঠাতা জামাল মাসরুর, মিনহাজ উদ্দিন,হাজী আলতাফ অয়েল মিলের স্বত্ত্বাধিকারী রায়হানুর রহমান,শরিফ ফ্যাশনের প্রতিষ্ঠাতা শরিফ বিন জাফর,এস কে এমের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম,ওয়ালিদাইনের  প্রতিষ্ঠাতা মুত্তাকী বিল্লাহ প্রমুখ।

সেমিনারে অংশগ্রহণকারী একাধিক উদ্যোক্তা নিজেদের সফলতার কথা তুলে ধরেন। তুলে ধরেন চেষ্টা সাধনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও।

আয়োজক যিকরুল্লাহ সিরাজী বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে নিজেকে যারা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চান তাদের জন্য ফিচার বিডির উদ্যোক্তা সেমিনার। আমরা আশানুরূপের চেয়ে বেশি সাঁই পেয়েছি।

টিএ/