মাগরিব নামাজে দুই রাকাত পড়ে ভুলে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কী?
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৫৩ দুপুর
নিউজ ডেস্ক

উত্তর :  সালাম ফিরানোর পর যদি কথা না বলে, এবং কিবলা দিক থেকে মুখ না ফিরায় বা নামাজ ভঙ্গ হয় এমন কোন কাজ না করে থাকে, তাহলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বাকি এক রাকাত পূর্ণ করবে। তারপর আখেরী বৈঠকে সাহু সেজদা করে নিলেই নামায পূর্ণ হয়ে যাবে। কিন্তু কথা বলে ফেললে, বা নামাজ ভঙ্গ হয়, এমন কোন কাজ করলে উক্ত নামাজ বাতিল হয়ে যাবে। নতুন করে আবার পুরো নামাজ পড়তে হবে। সূত্র : আহকে হক্ব মিডিয়া বাংলা।

 

এম আই/