সীরাতের মাসে কর্মসূচি ঘোষণা করলো ইসলামী আন্দোলন
প্রকাশ:
২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৩৪ রাত
নিউজ ডেস্ক |
![]()
নূরে আলম : আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের একটি রেস্টুরেন্টে জাতীয় সীরাত সম্মেলন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। মতিবিনিময় সভায় সীরাতুন্নবী সা. উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে দলটি। এ সময় মাসব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। কর্মসূচি সমূহ : ২৭-৩১ সেপ্টেম্বর ভ্রাম্যমান সীরাত ক্যাম্পেইন। ০১-০৫ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে সীরাত ক্যাম্পেইন। ০৫-০৮ অক্টোবর মসজিদভিত্তিক সীরাত ক্যাম্পেইন, প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতা । ১৩ অক্টোবর হিফজুল হাদীস ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। ১৫-২৬ অক্টোবর দেশের বিশিষ্ট নাগরিকদের সাথে গ্রুপভিত্তিক মতবিনিময় এবং ২৭ অক্টোবর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সীরাত সম্মেলন, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিশ্বজয়ী হাফেজ-ক্বারীদের সংবর্ধনা প্রদান করা হবে ইনশাআল্লাহ গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব এম এইচ মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল আহাদ। হুআ
|