মাসবূক ব্যক্তি ইমামের সাথে সাহু সেজদা দেবার পর স্বীয় নামাজ আদায়কালে আবার ভুল করলে কি সাহু সেজদা দিতে হবে?
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৩২ দুপুর
নিউজ ডেস্ক

মাসবূক ইমামের সাথে একবার  সাহু  সেজদা করেছে। অত:পর মাসবূকের একাকি আদায়কৃত সলাতে ভুল হলে পুনরায় সহো সেজদা দিতে হবে কিনা নাকি ইমামের সাথে আদায়কৃত সাহু সেজদা তার জন্য যথেষ্ট হবে?

উত্তর : পুনরায় সাহু সেজদা দিতে হবে। ইমামের সাথে দেয়া সাহু সেজদা যথেষ্ঠ হবে না। কারণ, মাসবূক তার স্বীয় নামাজ আদায়কালে মুনফারিদের হুকুমে। আর মুনফারিদ ব্যক্তি নামাযে ভুল করলে সাহু সেজদা দিতে হয়।

এম আই/