২৯ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে ইসলামী আন্দোলন
প্রকাশ:
২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৫০ রাত
নিউজ ডেস্ক |
বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন, ডেঙ্গু নিয়ন্ত্রণে অবহেলা ও চরম অব্যবস্থাপনা নিরসন, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার দুপুর ২টায় মিরপুর-১ ঈদগাঁহ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের আমীর মুফতী সৈয়ধ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। সমাবেশ সফলের লক্ষ্যে সমাবেশ বাস্তবায়ন কমিটির এক সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে গতকাল বিকালে গুলশানস্থ একটি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের প্রচার উপ-কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর উত্তরের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী মোঃ মাছউদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব হাসমত আলী। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুহাম্মাদ নাজমুল হাসান, মুফতী আরমান হোসাইন, আলহাজ্ব শফিকুর রহমান, ইকবাল হোসাইন, মুস্তাফিজুর রহমান, মাইনুল ইসলাম তৌফিক, আলী আকবর, হাবিবুর রহমান প্রমুখ। কেএল/ |