নিউইয়র্কে ইলন মাস্কের সঙ্গে এরদোগানের সাক্ষাৎ
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৩৫ রাত
নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সাক্ষাতে ইলন মাস্ককে তুরস্কে সফর ও দেশটিতে টেসলার সপ্তম কারখানা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি। 

নিউইয়র্কের ম্যানহাটনে তুর্কি হাউস নামে একটি বহুতল ভবনে ইলন মাস্কের সঙ্গে এরদোগান বৈঠক করেন। ওই সময় মাস্ককে তুরস্কে টেসলার কারখানা প্রতিষ্ঠার আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট।

এদিকে সোমবার ক্যালিফোর্নিয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে মাস্কের। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (টুইটার) মাস্ক জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে।

প্রেসিডেন্ট এরদোগান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। 

সূত্র: ডেইলি সাবাহ

এমএম/