ফরিদপুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৫৬ রাত
নিউজ ডেস্ক

মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে পড়ে তুবা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক পাঁচটার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তুবা ওই গ্রামের হাফেজ মাওলানা তাজুল ইসলামের ছোট মেয়ে। 

হাফেজ মাওলানা তাজুল ইসলাম নগরকান্দা উপজেলার গজগাহ দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক।

এলাকার বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তুবা বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। এসময় সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। খোঁজা খুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন তুবা এর মরদেহ পুকুরের পানিতে দেখতে পান।

তুবার পিতা মাওলানা তাজুল ইসলাম এর সহ শিক্ষক মাওলানা শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাওলানা তাজুল ইসলাম সাহেবের দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে তুবা বিকেলে পানিতে পড়ে মারা যান পরে রাত ৯টায় জানাজা শেষে কবরস্থানে রাখা হয়েছে তাকে।

এদিকে শিশু তুবার মৃত্যুতে  শোক প্রকাশ করেছে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় ও ফরিদপুর জেলা শাখা। 

মৃত্যুতে আরো শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলার উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন। 
উপ-পরিচালক শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

কেএল/