হেফাজতের সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহকে ফুলেল শুভেচ্ছা
প্রকাশ:
০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
আরীফুল্লাহ আশরাফ সদ্য ঘোষিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় মাদানীনগর মাদরাসার মুহাদ্দিস মুফতি বশিরুল্লাহকে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ ওলামা ও তাওহিদী পরিষদ। শুক্রবার সানারপাড় মারকাযু শায়খ মালেক আব্দুল হাফিজ মক্কি রহ. দারুল ইফতায় তার সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানায় নারায়ণগঞ্জ ওলামা ও তাওহিদী পরিষদের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, মুফতি রাশেদ বিন নুর সহ সম্পাদক কেন্দ্রীয় প্রচার কমিটি, মুফতি নুর হুসাইন নুরানি, সাবেক সাংগঠনিক সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা, মাওলানা সালমানসহ প্রমূখ। মুফতি বশিরুল্লাহ হেফাজতে ইসলামের সাবেক বিলুপ্ত কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার সেক্রাটারি ছিলেন। ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনের পরই তিনি গ্রেপ্তার হন এবং ৬ মাস পর জামিনে মুক্তি পান। মুফতি বশিরুল্লাহ সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর স্থলাভিষিক্ত হন। এমআর/ |