সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ ।। ২৩ চৈত্র ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
গাজায় গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক হরতালের সঙ্গে একাত্মতা ও অংশগ্রহণের আহ্বান বেফাকের মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি রহ এর ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া। সোমবার পশ্চিম তীর, শরণার্থী শিবির ও প্রবাসে পূর্ণদিবস হরতালের ডাক ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর দৌলতপুরে ইখওয়ানুল উম্মাহ’র প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘মডেল মসজিদকে কেন্দ্র করে ইসলামী সভ্যতা-সংস্কৃতির প্রসার করতে হবে’ ফিলিস্তিন ইস্যুতে মুসলিমদের করণীয় সম্পর্কে বললেন আজহারী এ মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল গাজা হত্যার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি ছাত্রদলের ‘ওয়াকফ বিল পাসের মাধ্যমে মুসলমানদের অধিকার খর্ব করা হয়েছে’ গাজায় গণহত্যা ও  ভারতের ওয়াকফ বিলের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন 

জামিয়া কাসেম নানুতবী ঢাকা’র ভর্তি শুরু ৭ শাওয়াল থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর প্রাণকেন্দ্র রামপুরায় সাফল্যের এক বছর পেরিয়ে গেল স্বপ্ন জয়ের তাজা ঠিকানা ‘জামিয়া কাসেম নানুতবী ঢাকা’র। আকাবিরে দেওবন্দের চিন্তা-চেতনাকে সামনে রেখে গেল বছর একঝাঁক মেধাবী,মনোযোগী ইলম পিপাসু তালিবুল ইলম নিয়ে যাত্রা শুরু করেছিলো প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)’র কেন্দ্রীয় পরীক্ষায় মেধাস্থান অর্জনসহ শতভাগ পাসের মাধ্যমে পার করলো গৌরবের প্রথম বছর। 

জামিয়ার স্বপ্নদ্রষ্টা ও শায়খুল হাদিস হিসেবে আছেন বরেণ্য লেখক,খ্যাতিমান সিরাত গবেষক, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। মুহতামিম হিসেবে আছেন মুফতি ইমদাদুল ইসলাম।নাজিমে তালিমাত হিসেবে আছেন মুফতি মাহমুদ জাকির

প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি ইমদাদুল ইসলাম বলেন, আমরা ছাত্রদেরকে গভীর অধ্যাবসা ও সুসৃঙ্খল পাঠের মাধ্যমে নাফে’ আলেম তৈরী করতে ও চিন্তা-দর্শনে আকাবিরে দেওবন্দের মানহায-মাসলাকের উপর গড়ে তুলতে সচেষ্ট থাকি। যাতে তারা উম্মাহর অনুসরণীয় রাহবার হয়ে পৃথিবীর বুকে ইসলামের আলো ছড়িয়ে দিতে পারে।

আজ ৭ শাওয়াল মুতাবেক ৬ এপ্রিল (রোববার) থেকে এবছর সীমিত কোটায় মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত ইলম পিপাসু মেধাবী,মনোযোগী ছাত্র ভর্তি নেওয়া হবে।

সবকের ইফতিতাহ হবে ১৬ শাওয়াল ১৫ এপ্রিল (বুধবার) । ইফতিতাহি সবক প্রদান করবেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শায়েখ ঢালকানগর মাদরাসার শায়খুল হাদিস ও প্রধান মুফতি, মাওলানা আবদুল গাফফার । আলোচনা পেশ করবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব, মাওলানা মাহফুজুল হক

ব্যতিক্রমধর্মী পাঁচটি লক্ষ্য সামনে নিয়ে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বপ্ন জয়ের এ প্রতিষ্ঠানটি।

১. পরীক্ষায় আলোকিত ফলাফল।

২. ফন্নী ইতকান-শাস্ত্রীয় নৈপুন্য।

৩. ক্লাসের ভেতরেই আরবী, বাংলা ও ইংরেজি এই তিন ভাষার দক্ষতা।

৪. বিষয়ভিত্তিক সুপরিকল্পিত খারেজি পাঠ এবং

৫. ফিকর ও চিন্তায় তালিবুল ইলমকে আগামী দিনের নেতৃত্বদানের উপযুক্ত করে নির্মাণ।

ঠিকানা: ঢাকার যেকোনো স্থান থেকে বাস/সিএনজি যোগে রামপুরা টিভি সেন্টারের ২০০ গজ দক্ষিণে জামিয়া কাসেম নানুতবী ঢাকা ৩০৯/৩সি পশ্চিম রামপুরা, হাতিরঝিল, ঢাকা-১২১৯

মোবাইল: 01716-801276, 01812-599398


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ