বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে রমজান সামনে রেখে প্রস্তুত হচ্ছে রিয়্যালিটি শো ‘পবিত্র কুরআনের আলো’

দেশে অবস্থান করছেন শীর্ষস্থানীয় বিদেশি দুই আলেম, আসছেন মাওলানা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

বাংলাদেশ সফরে আসছেন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন, আমিরুল হিন্দ, আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী।

জানা যায়, দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম মাদানীনগরের ইছলাহী জোড়ে উপস্থিত থাকবেন তিনি।

আগামী ১৫, ১৬ নভেম্বর (শুক্র ও শনিবার) অনুষ্ঠিত হবে দেশের অন্যতম প্রাচীন এই ইছলাহী জোড়। এতে ১৬ নভেম্বর (শনিবার) মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে বিশেষ সফরে বাংলাদেশ সফরে আছেন বিশ্বের প্রভাবশালী দুই আলেম।

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, হজরত হোসাইন আহমদ মাদানী রহ.-এর দৌহিত্র, জানিশিনে ফিদায়ে মিল্লাত, আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ মাহমুদ আসআদ মাদানী বিশেষ সফরে বাংলাদেশে অবস্থান করছেন।

আজ ১২ নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় তিনি আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এ সময় তাকে স্বাগত জানান আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী, মালিবাগ মাদরাসার মুফতি হাফিজুদ্দীন ও সিলেটের প্রবীণ আলেম মাওলানা রশিদ আহমাদ প্রমূখ।

আরো পড়ুন: বাংলাদেশ সফরে এলেন মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী

এর আগে বাংলাদেশ সফরে আসেন পাকিস্তানের প্রসিদ্ধ আলেম ও ইসলামিক স্কলার, প্রখ্যাত দাঈ শায়খ ইলিয়াস গুম্মান।

৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে পাঁচটায় বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

আরো পড়ুন: তাবলিগের মুরব্বি মাওলানা যুবায়ের আহমদের সঙ্গে শায়খ ইলিয়াস গুম্মানের সাক্ষাৎ

এসময় তাকে আল-মারকাজুল ইসলামীর চেয়ারম্যান হাফেজ মাওলানা হামজা শহিদুল ইসলামসহ উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল অভ্যর্থনা জানান।

বর্তমানে তিনি দেশের বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ