বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে রমজান সামনে রেখে প্রস্তুত হচ্ছে রিয়্যালিটি শো ‘পবিত্র কুরআনের আলো’

তাবলিগের মুরব্বি মাওলানা যুবায়ের আহমদের সঙ্গে শায়খ ইলিয়াস গুম্মানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

|| কাউসার লাবীব ||

তাবলিগের মুরব্বি হাফেজ মাওলানা জুবায়ের আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রসিদ্ধ আলেম, ইসলামিক স্কলার, প্রখ্যাত দাঈ শায়খ ইলিয়াস গুম্মান।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে তাবলিগের মারকায কাকরাইল মসজিদে তাদের সাক্ষাৎ হয়। এ সময় তাবলিগসহ সমসমায়িক নানা বিষয়ে তাদের মাঝে কথা হয়।

প্রসঙ্গত, শায়খ ইলিয়াস গুম্মান বিশেষ সফরে বাংলাদেশে অবস্থান করছেন। আগামী ১৪ নভেম্বর শেষ হবে তার বাংলাদেশ সফর।

আজ তিনি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ‘ইমামে আযম’ কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এই কনফারেন্সে যোগ দেওয়ার আগে তিনি কাকরাইলে যান এবং মাওলানা যুবায়ের আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন।

শায়খ ইলিয়াস গুম্মান আজ বিকালে আল-মারকাজুল ইসলামীর আয়োজনে মানিকগঞ্জের জামিয়া আবু হুরাইরা রা. এ অবস্থান করবেন। রাতে বসুন্ধরা মাদরাসায় বয়ান করবেন। ১৪ নভেম্বর নড়াইলের আন-নূর কমপ্লেক্সে উলামা-তলাবাদের উদ্দেশে আলোচনা করবেন।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ