বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে রমজান সামনে রেখে প্রস্তুত হচ্ছে রিয়্যালিটি শো ‘পবিত্র কুরআনের আলো’

সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

তুরস্কে ৯ম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশি হাফেজ মুয়াজ মাহমুদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ফারস হোটেল এন্ড রিসোর্টে এফএইচবি ইন্টারন্যাশনালের উদ্যোগে আওয়ার ইসলামের আয়োজনে অনুষ্ঠিত ‘বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদের সঙ্গে একদুপুর’ অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় হাফেজ মুয়াজের শিক্ষক ও মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান মাসুম ফয়েজিকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন নন্দিত ইসলামি আলোচক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, নন্দিত লেখক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, জাতীয় মসজিদ বায়তুল মোকররমের সিনিয়র পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী, নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ’র পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন, কওমি কাউন্সিল বাংলাদেশ’র চেয়ারম্যান শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ, মাওলানা হানযালা জুবায়ের, ঢাকামেইলের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগের প্রধান মিরাজ রহমান, কলবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান, মারকাজুল ফোরকান শিক্ষাপরিবারের চেয়ারম্যান মোশাররফ হোসেন মাহমুদ, খিদমাহ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের কনসালটেন্ট ডা. মশিউর রহমান, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ।

এছাড়া উপস্থিত ছিলেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মজলিসে আমেলার সদস্য মাওলানা মাহফুজুল হক কাসেমী, চৌধুরীপাড়া মসজিদ-ই-নূরের মুতাওয়াল্লী ইমাদুদ্দীন নোমান, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা খুরশিদ আলম কাসেমী, নাযেমে তালিমাত মাওলানা মুসলিম উদ্দীন, এফএইচবি ইন্টারন্যাশনালের কর্ণধার হাজী ফারুক হোসেন, বাংলাদেশ ইসলামি লেখকে ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম, রফরফের কর্ণধার ইলয়াস হুসাইন, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’র পরিচালক মুহাম্মদ রাজ, আল ওয়াসি হজগ্রুপের চেয়ারম্যান আব্দুল গাফফার রানা, শিক্ষক ও সমাজসেবক মাওলানা আলআমীন, সময় টিভির সিনিয়র সাবএডিটর মুফতি আবদুল্লাহ তামিম, আওয়ার ইসলামের বার্তা সম্পাদক কাউসার লাবীব প্রমুখ।

অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ