শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

বন্যা কবলিত এলাকায় হেফাজতে ইসলামের সেবা অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যা কবলিত এলাকায় হেফাজতের সেবা অব্যাহত

|| হাসান আল মাহমুদ ||

বন্যা কবলিত এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশ’র সেবা কার্যক্রম অব্যাহত। জানা গেছে বন্যা কবলিত এলাকাগুলোর নানা স্পটে হেফাজতের স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছেন।

আজ শুক্রবার (২৩ আগষ্ট ২০২৪) নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কুতুবের হাট,  কবির হাট থানা সদর ও নরোত্তমপুর ইউনিয়নের ৩ ওয়ার্ড এলাকায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এছাড়া, উত্তর যাদবপুর বানভাসী হিন্দু সম্প্রদায়ের বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়।

এসব এলাকায় ত্রাণ বিতরণ করেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, আলহাজ ফারুক আহমদ, আলহাজ্ সেলিম আহমদ,আলহাজ ইব্রাহীম, আখতার হোসাইন প্রমুখ।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের হাটহাজারী উপজেলা ও পৌরশাখার উদ্যোগে বন্যাকবলিত অঞ্চলে ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেছে কেন্দ্রীয় সহকারী মহাসচিব  মাওলানা জাকারিয়া নোমান ফয়জী নেতৃত্বে টিম ।

ফেনী জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে পানিবন্দি ক্ষতিগ্রস্থদের উদ্ধার কাজ এবং খাবার বিতরণ কর্মসূচি চলছে।

হাটহাজারী উপজেলা হেফাজতের ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত রয়েছে, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা জাফর আহমদ ও উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ইমরান সিকদারসহ নেতৃবৃন্দ।

উদ্ধার, ত্রাণসামগ্রী পৌঁছানোসহ সেবামূলক কাজ করে যাবেন বলে জানিয়েছেন হেফজতের নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ