শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

'প্রচলিত মিলাদ কিয়াম' বিষয়ে টাঙ্গাইলের সেই বাহাসটি কেন হল না?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

'প্রচলিত মিলাদ কিয়াম' বিষয়ে টাঙ্গাইলের সেই বাহাসটি অনুষ্ঠিত হয়নি। এ বিষয়ে উভয়পক্ষের বিপরীতমুখী লাইভ বক্তব্য পাওয়া যায়।

পড়ুন: 'প্রচলিত মিলাদ কিয়াম' বিষয়ে আগামীকালকে টাঙ্গাইলের বাহাসটি হচ্ছে কি?

বাহাসটি আজ রবিরার (২ জুন ২০২৪) মধুপুর মহিষপাড়া পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আওয়ার ইসলামকে জানিয়েছিলেন মুফতি লুৎফর রহমান ফরায়েজী।

কিন্তু কেন হলো না এই বাহাস? এ বিষয়ে মুফতি লুৎফর রহমান ফরায়েজী বলেন, ‘কিয়ামপন্থী বিদআতিদের প্রতি আমাদের চ্যালেঞ্জ: কুল্লামার কসম করে বলতে পারবে যে, তারা তাদের লাইভটি মধুপুর থেকে সম্প্রচারিত করেছে?

তিনি দাবি করেন, ‘আমরা কুল্লামার কসম কেন মুবাহালা করেও বলতে পারবো যে, আমরা আজ বহসস্থল টাঙ্গাইলের মধুপুর উপজেলা থেকে লাইভ করেছি বাহাসের নির্ধারিত সময় ঠিক বিকাল তিনটায়’।

মুফতী ফরায়েজী বলেন, ‘বিদআতিরা বহসস্থল মধুপুর থেকে পালিয়ে ঘাটাইল গিয়ে নিরিবিলি নিজে, নিজেরা লাইভ করে বলে: প্রশাসনের কারণে আজ বাহাস হবে না। আমরা বলি: প্রশাসন সরাসরি বাহাস করতে বাঁধা দিয়েছে তাই বাহাস করতে পারেননি, তাহলে অনলাইলে বসুন’।

তিনি আরও বলেন, ‘বিদআতি কিয়াম না করায় এজিদের বংশধর ও কাফের বলে গালি দিতে পারেন, চ্যালেঞ্জবাজী করতে পারেন, কিন্তু প্রশাসনের অযুহাতে এক থানা থেকে পালিয়ে আরেক থানায় এসে মিথ্যাচার করতে পারেন। তাহলে অনলাইনে আলোচনায় বসতে আপনাদের বাঁধা কোথায়? আমাদের কথা পরিস্কার। আমরা এসব বিষয়ে নিজে নিজে চ্যালেঞ্জবাজী করি না। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে উম্মতকে বিভ্রান্ত করতে চাইলে আমরা তা মুখ বুঝে সহ্যও করি না। বরং ভ্রান্তিতা তুলে ধরতে সিসাঢালা প্রাচির হয়ে প্রতিরোধ গড়ে তুলি।’

মুফতী ফরায়েজী এসময় মিলাদপন্থীদের অনলাইনে বাহাস করার আহ্বান জানিয়ে বলেন, ‘সরাসরি আলোচনা থেকে প্রশাসনের দোহাই দিয়ে পালিয়ে যাওয়া বিদআতি কিয়ামপন্থীদের কাছে আমাদের দাবি, সাহস থাকলে অনলাইন ডিবেটে অংশ গ্রহণ করুন। অথবা মিথ্যাচার বন্ধ করুন। আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার বিদআত ও কুসংস্কারমুক্ত খাঁটি দ্বীন পালন করার তৌফিক দান করুন। আমীন।’

এ বিষয়ে জানতে কিয়ামপন্থী আলেম মুফতী আলাউদ্দিন জিহাদীকে মুঠোফোনে কয়েকবার কল দিলে তিনি কোনো সাড়া দেননি।

হাআমা/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ