উম্মাহ'র মাঝে সেবা ও দাওয়াহ'র চেতনা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে যুব সমাজের করণীয় শীর্ষক মুক্ত আলোচনার উদ্যোগ নিয়েছে হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশন।
আগামী ০৪ অক্টোবর '২৪ শুক্রবার, সকাল ৬ হতে ১০টায় রাজধানীর মোহাম্মদপুরে ফাউন্ডেশনটির মিলনায়তনে এ মুক্ত আলোচনাটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন কারা নির্যাতিত মজলুম আলেমেদ্বীন আল্লামা জসিমউদ্দীন রাহমানী ও বিশেষ অতিথি থাকবেন হাফেজ মাওলানা আব্দুল মুমিন (খতীব, শাহ আলী মাজার জামে মসজিদ, মিরপুর-১, ঢাকা, প্রিন্সিপাল, তাহফিমুল কুরআনিল কারীম ফাযিল মাদরাসা, সাভার, ঢাকা।)
আলোচক হিসাবে থাকবেন নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ’র মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন ও হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশন’র উপদেষ্টা মুহাম্মাদ মিকাঈল করীম।
অনুষ্ঠোনে সভাপতিত্ব করবেন হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশ ‘র সাধারণ সম্পাদক, দাবানল শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক মাওলানা কাউসার আহমাদ সুহাইল।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানে অংশগহণকারী সকলের জন্য থাকবে বিশেষ গিফট আইটেম। সকালের নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে অংশগ্রহণ ফি রাখা হয়েছে ২০০/=।
যোগাযোগ: হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন। রোড-০৪, বাসা-১৭৫, মুহাম্মাদী হাউজিং লিমিটেড, মুহাম্মাদপুর, ঢাকা। মোবাইল: ০১৮১৯-২৮১২৮৬, ০১৬১৯-২৮১২৮৬।
হাআমা/