আওয়ার ইসলাম ডেস্ক:।। জামিয়া ইসলামিয়া জহির উদ্দিন আহমদ মানিক নগর মাদ্রাসা ও এতিমখানা ৫৭/১ এ, ওয়াসা রোড উত্তর মানিকনগর ঢাকায় ভর্তি চলছে।
ভর্তি শুরু ১লা রমজান ১৪৪৪ হিজর থেকে ১১ শাওয়াল রোজ মঙ্গলবার ২ মে পর্যন্ত চলবে। ৩ মে বৃহস্পতিবার ইফতেতাহি দর্স শুরু হবে।
৫ মে শনিবার ধারাবাহিক ক্লাস শুরু হবে। সকল বিভাগে কোটা পুরান সাপেক্ষে ভর্তি চলবে।
বিভাগসমূহ।
ক. নূরানী বিভাগ
খ. নাজারা বিভাগ
গ. কিতাব বিভাগ (চতুর্থ শ্রেণী ইবতেদাইয়্যা থেকে তাকমিল দাওরায়ে হাদিস পর্যন্ত।
বৈশিষ্ট্য সমূহ
তিন বছরে হেফজুল কোরআন সমাপনীর ব্যবস্থা। আন্তর্জাতিক মানের হাফেজ কারীগণের তত্ত্বাবধানে মশক ও শ্রুতিমধুর তিলাওয়াত শিক্ষা।
আরবি বাংলা ইংরেজি ভাষায় বাস্তব অনুরোধ পরিকল্পিত ব্যবস্থা নিজস্ব একাধিক ভবন মনোরম পরিবেশে তিন বেলা স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন।
প্রাথমিক চিকিৎসা ও নিয়মিত শরীরচর্চা।
সুদক্ষ শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে দ্বীনি পরিবেশে পাঠদান ও গ্রহণ। দ্বীনী ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়। নৈতিক ও চারিত্রিক অবক্ষয় রোধে আত্মশুদ্ধির ব্যবস্থা।
এতিম মেধাবী ও অসহায় ছাত্রদের সম্পূর্ণ ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা। সার্বক্ষণিক নিরাপত্তার লক্ষ্যে সিসি ক্যামেরা ও সিকিউরিটি গার্ডের ব্যবস্থা ।
ভর্তি ফরম ১০০/-
ভর্তি ফি নতুনদের জন্য ৩৫০০ /-
আইডি কার্ড ১০০/-
বোর্ডিং চার্জ কিতাব বিভাগ ২০০০/-
বোডিং চার্জ বিশেষ ২৫০০ /-
মাসিক বেতন কিতা বিভাগ ১২০০/-
মাসিক বেতন আবাসিক ও অনাবাসিক ১৫০০/-
তথ্য বই ১০০/-
বেতন কার্ড ৩০/-
পাঠাগার ফি ৫০/-
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষায় ১৪৪৩-৪৪ হিজরী শিক্ষাবর্ষে #জামিআ_ইসলামিয়া_জহিরুদ্দিন_আহমাদ_মাদরাসা মানিকনগর, মুগদা, ঢাকা-এর তালিবুল ইলমগণ ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে।
*হিফজুল কোরআন মারহালায় ১নং ও ৩নং তিনজন সিরিয়াল, মুমতায -২৯ জন।
*ইবতিদাইয়্যায়- মুমতায - ৮ জন, মেধা তালিকায় ৫ জন।
*মুতাওসসিতায় - মুমতায -২৬ জন। মেধা তালিকায় ১২ জন।
*সনাবিয়া উইলিয়ায় - মুমতায - ৩ জন। মেধা তালিকায় ২ জন।
এবছর জামিয়ার সর্বোমোট মেধা তালিকায় স্থান পেয়েছে ২৩ জন এবং মুমতায হয়েছে ৬৬ জন। আলহামদুলিল্লাহ
আল্লাহ তা'আলা আসাতিযায়ে কেরাম ও তালিবুল ইলমদের ইলম ও আমলে ভরপুর বরকত দান করুন। আমীন
-এটি