শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে চাই : মুফতী ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে চাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে ইসলামের প্রকৃত সৌন্দর্য দেশবাসীর সামনে তুলে ধরতে চাই। এ জন্য তৃণমূল থেকে দেশের সাধারণ মানুষের কাছে ইসলামের কল্যাণকামী দিকগুলো তুলে ধরে জাতীয় জীবনে ইসলামের দিকে ফিরিয়ে আনতে আমাদের প্রচেষ্টা। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। কল্যাণকামীই ইসলামের অন্যতম বৈশিষ্ট। ইসলাম কী জিনিস মানুষ না বুঝার কারণে মানুষ ইসলামের মত সৌন্দর্য, কল্যাণকামীতা, শান্তি ও মমত্ববোধ থেকে দূরে সরে রয়েছে। আমাদের জনপ্রতিনিধি যেখানে আছে মানুষ একটু হলেও বুঝতে পারছে ইসলামের আসল সৌন্দর্য। এখন মানুষ ইসলামের দিকে দলে দলে ছুটে আসছে। কিন্তু ইসলামের আলোয় আলোকিত করতে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে যেতে হবে।

আজ শনিবার দুপুরে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে আলোচনাকালে মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, সহকারি মহাসচিব কৃষিবিদ আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, জিএম রুহুল আমীন, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ