আওয়ার ইসলাম ডেস্ক: ইহুদিবাদী শাসক আল-আকসা মসজিদের আঙিনায় পবিত্র কুরআন তিলাওয়াত করার জন্য তুরস্কের এক মেয়েকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার, ইহুদিবাদী সৈন্যরা অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদ থেকে ওজগে জান মুতলু নামের ২৪ বছর বয়সী এক তুর্কি নারীকে গ্রেপ্তার করেছে।
ইহুদিবাদী পুলিশের সমর্থনে মঙ্গলবার সকালে আল-আকসা মসজিদে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন, আল-আকসার পূর্ব দিকে বাব আল-রাহমার কাছে এই তুর্কি তরুণী কুরআন তিলাওয়াত করছিলেন।
ইহুদিবাদী সৈন্যরা এই তরুনীর ব্যাগ কেড়ে নেয় এবং তাকে ঐ স্থান থেকে সরিয়ে নিয়ে যায়। আনাতোলির প্রতিবেদক বলেছেন যে মেয়েটি তার ব্যাগ ফেরত পেতে পুলিশকে ধাওয়া করেছিল এবং আল-আকসা মসজিদে ফিরে যাওয়ার সময় কয়েকজন পুলিশ তাকে আটক করে এবং আবার মসজিদ থেকে বের করে দেয়।
এই সংবাদ প্রকাশের আগ পর্যন্ত ইহুদিবাদী সামরিক বাহিনী এ ঘটনা সম্পর্কে আনাতোলিয়া সংবাদ সংস্থার কোন প্রশ্নের উত্তর দেয়নি। সূত্র: ইকনা
-এটি