শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

দাওরায়ে হাদিসের ফল প্রকাশ, পুরুষ শাখায় মেধা তালিকায় যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।
নির্বাহী সম্পাদক>

আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষার ফল আজ দুপুর ২টায় প্রকাশ করা হয়েছে।

এ পরীক্ষায় মাদরাসা সংখ্যা মোট ২২৪৮ টি। পরীক্ষার্থী সংখ্যা ছিল মোট ১৭১৬৬৬ জন।

গনমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশাল কর্মকাণ্ডের বিভিন্ন স্তর– নিবন্ধন, পরীক্ষার্থী অন্তর্ভুক্তি, প্রশ্নপত্র তৈরি ও কেন্দ্রসমূহে প্রেরণ, পরীক্ষা গ্রহণ, খাতা দেখা, খাতা নিরীক্ষণ, ফলাফল তৈরি ইত্যাদি কাজে আন্তরিক সহায়তার জন্য মাদরাসাসমূহ, বোর্ড পরিচালকবৃন্দ এবং নেগরান, পরীক্ষক, নিরীক্ষক ও অফিসকর্মীসহ সংশ্লিষ্ট সকলের অক্লান্ত শ্রমপ্রদান ও ঐকান্তিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইয়াতুল উলয়ার কর্মকর্তারা।

যেভাবে পাবেন হাইআতুল উলয়ার রেজাল্ট: হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট https://alhaiatululya.com এ রেজাল্ট পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ২৯৯৩৩ নম্বরে।

নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে: https://hems.alhaiatululya.org https://hems.alhaiatululya.org/exam-result সকল মাদরাসার অ্যাডমিন নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন।

পুরুষ শাখায় মেধা তালিকায় যারা

১ম মুহাম্মদ তরিকুল ইসলাম, জামিয়া মাদানীনগর সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ।

২য় মো আল আমিন, মারকাযুল কুরআন, মাষ্টারবাড়ী মাদরাসা, উত্তরখান, ঢাকা।

৩য় আকরাম হোসাইন, মাদরাসায়ে বায়তুল উলুম ঢালকানগর।

৪র্থ সাকিব হাসান, জামিয়া রাব্বানিয়া সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৫ম সালাহউদ্দীন সিহাব, দারুল উলুম কাফরুল মাদরাসা, ঢাকা।

৬ষ্ঠ নুরুল আবসার, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা, চট্টগ্রাম।

৭ম জুলাইবীব নুমানুদ্দিন, জামিয়া শারইয়্যা মালিবাগ মাদরাসা, ঢাকা।

৮ম সৈয়দ ইবাদুর রহমান, জামিয়াতুল উলুুমিল ইসলামিয়া মোহাম্মদপুর ঢাকা।

৯ম মোহাম্মদ লুকমান, মাদরাসায়ে বায়তুল উলুম ঢালকানগর।

১০ম নাইমুর রহমান নাঈম, জামিয়াতুল উলুুমিল ইসলামিয়া মোহাম্মদপুর ঢাকা।

১১তম নাইমুল ইসলাম, জামিয়া কারিমিয়া, ভাটারা, ঢাকা।

১২তম রুহুল আমিন, জামিয়াতুল উলুুমিল ইসলামিয়া মোহাম্মদপুর ঢাকা।

১২তম খালেদ সাইফুল্লাহ, জামিয়া রাব্বানিয়া সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

১২তম ইসাম উদ্দিন মাহমুদ, পটিয়া মাদরাসা, চট্টগ্রাম।

১৩তম শাব্বীর আহমাদ, মাদরাসায়ে বায়তুল উলুম ঢালকানগর।

১৪তম মুহাম্মদ সামুরা, জামিয়াতুন নুর আল কাসেমিয়া, তুরাগ ঢাকা।

১৫তম মাহদী হাসান, জামিয়া রাব্বানিয়া সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

১৫তম হামজা ইবনে ইব্রাহীম, জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদারীপুর।

১৬তম আখতার হুসাইন, জামিয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম, সিলেট।

১৭তম শামসুদ্দোহা সিফাত, জামিয়া দারুল আরকাম, বি বাড়িয়া।

১৭তম মো. আনোয়ার হোসাইন, মাদরাসায়ে বায়তুল উলুম ঢালকানগর।

১৮তম মুহাম্মদ সাদ, জামিয়া হাকিমুল উম্মত, কেরানীগঞ্জ, ঢাকা।

No description available.

No description available.

No description available.

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ