শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

কবে নাগাদ প্রকাশিত হচ্ছে বেফাকের রেজাল্ট?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

সাধারণত রমজানের শেষ দশকেই প্রকাশিত হয় কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট। তাই শেষ দশক শুরু হতেই বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ। বেফাকের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ জানতে শিক্ষার্থীদের অপেক্ষা একটু বেশিই।

রেজাল্টের বিষয়ে সরাসরি বেফাকের সঙ্গে যোগাযোগ করলে পরীক্ষা নিয়ন্ত্রকের সূত্রে বোর্ডের সিনিয়র পরিদর্শক মাওলানা আতিকুর রহমান আওয়ার ইসলামকে বলেছেন, ‘আগামী শনিবার (২৩ রমজান) মোতাবেক ১৫ এপ্রিল রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। নির্ধারিত সময়ে ফল প্রকাশ করতে বোর্ড সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বোর্ডটি প্রায় ১৫০ জনেরও বেশি দক্ষ কর্মঠ টিমকে শুধু ফলাফলের জন্য বাড়তি নিযুক্ত করেছে। তাই আশা করা যায় ২৩ রমজান দুপুর নাগাদ ফল প্রকাশ করা সম্ভব হবে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশসহ কওমি মাদরাসাগুলোর মোট ৬ টি শিক্ষা বোর্ড রয়েছে। বোর্ডগুলো হল, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা, আযাদ দ্বীনী এদারায়ে তালীম, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া, জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড।

তারিখের একটু এদিক সেদিক করে সবগুলো বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শাবান মাসেই। সবগুলো বোর্ডই রমজানের শেষ দশকে তাদের রেজাল্ট প্রকাশ করে থাকে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয় ২২ ফেব্রুয়ারি। এতে অংশ নেয় মাদরাসার বালিক ও বালিকা শাখার ছয় স্তরের শিক্ষার্থীরা।  এই পরীক্ষায় অংশ গ্রহণ করেছে বাংলাদেশের ১২,৮৬০ টি পুরুষ ও মহিলা মাদ্রাসা। ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৮২,৯২৬ জন। চলতি বছরে বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৪৯,৭১০ জন বেশি।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ