শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। অভ্যুত্থানবিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত দেশটির মধ্যাঞ্চলের একটি শহরে আজ মঙ্গলবার (১১ এপ্রিল) এ হামলা চালায় জান্তা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার (৪৫ মাইল) পশ্চিমে সাগাইং এলাকায় পাজিগি শহরে মঙ্গলবার এ হামলা চালায় দেশটির সামরিক বাহিনী। এ হামলায় কয়েক ডজন লোক হতাহত হয়। দুই বছর আগে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ দখলের পর থেকে অন্যতম কঠিন হামলা এটি।

জানা গেছে, পাজিগির বাসিন্দারা স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় সেখানে একটি প্রশাসনিক অফিস উদ্বোধনের জন্য জড়ো হয়েছিল। সেখানেই প্রথমে কয়েকটি বিমান থেকে হামলা চালানো হয়। পরে এমআই-৩৫ হেলিকপ্টার থেকেও ওই স্থানে হামলা চালানো হয়।

এতে সেখানে ৪০ জন বেসামরিক লোক নিহত হয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানান, সেখানে মিয়ানমার সেনাবাহিনীর জন্য বৈধ কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিল না। তারপর সরকারি সামরিক বাহিনী সেখানে হামলা চালিয়েছে। এ হামলার ব্যাপারে মিয়ানমারের সামরিক শাসকদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

১ ফেব্রুয়ারি ২০২১-এ নির্বাচিত সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করার পর থেকে সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত হাজার হাজার মানুষ হতাহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে দশ লক্ষাধিক মানুষ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ