শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ঈদুল ফিতরে সরকারি ছুটি ১ দিন বাড়বে কি না জানা যাবে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীরা ১ দিন বিশেষ ছুটি পাবেন কি না, তা জানা যাবে আজ (১০ এপ্রিল) সোমবার । আজ মন্ত্রিপরিষদের বৈঠকে ২০ এপ্রিল বিশেষ ছুটি থাকছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা বলে বিশেষ ছুটি দেবেন কি না তা চূড়ান্ত হবে। ছুটি ঘোষণা করা হলে টানা ৫ দিন ছুটি পাবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর ঈদে প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে কোনো ছুটি দেননি। এবারও না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ।

এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির থাকবে, যার মধ্যে দুদিন পড়েছে শুক্র ও শনিবার। সরকার এবারের রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে। ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রবিবার) ঈদের নির্ধারিত ছুটি। এর আগে ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের ছুটি রয়েছে। কিন্তু এই শবেবরাত ও ঈদের ছুটির মাঝখানে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা। ওইদিন ছুটি ঘোষণা করা হলে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি আরও একদিন বাড়বে।

‘ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা’ বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।

-একে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ