শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের ৬ষ্ঠ কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহত্তর মিরপুর-কেন্দ্রীক এই মাদরাসা শিক্ষাবোর্ড আয়োজিত এবারের পরীক্ষায় গড় পাশের হার: ৯৭.৬৭%।

আজ সোমবার (১০ মার্চ) বেলা তিনটায় রাজধানীর মিরপুরে ইত্তেফাক কার্যালয় জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবদুল কুদ্দুস সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন; পরে সভাপতির অনুমতিক্রমে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ইত্তেফাক জানায়— এবার মিরপুরের ১৩টি পুরুষ ও ৬টি মহিলাকেন্দ্রে তিনটি মারহালা বা স্তরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। হিফজুল কুরআন ও নাযেরা বিভাগের পরীক্ষা ২৬-২৮ রজব; মুতাওয়াসসিতা-১ম বিভাগের পরীক্ষা ১-৮ শাবান অনুষ্ঠিত হয়। এতে মোট ৩৩১০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্রসংখ্যা ছিল ২৭৮৮ জন, ছাত্রীসংখ্যা ৭২৫ জন।

পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ৩২৩৩ জন। এর মধ্যে স্টারমার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে ১৩২০ জন; প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৯৮৫ জন। ইত্তেফাকের অফিশিয়াল ফেসবুক পেজ ও সংশ্লিষ্ট মাদরাসায় পাওয়া যাবে ফলাফল।

বোর্ডের সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন— ‘ইত্তেফাক প্রতিষ্ঠার পর থেকে মিরপুরের মাদরাসাসমূহের পড়ালেখার মান অনেক বেড়েছে। মাদরাসাগুলোর মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে।’

অনুষ্ঠানে আগত দায়িত্বশীলদের শুকরিয়া আদায় করে বলেন, ‘ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া দিন দিন যেভাবে উন্নতি-অগ্রগতি করছে, এ ধারা যেন অব্যাহত থাকে। যে সমস্ত মাদরাসা এখনো ইত্তেফাকভূক্ত হয়নি, সে ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’
পাশাপাশি পরীক্ষক, নিরীক্ষক, নেগরান, অফিসকর্মীসহ সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা আদায় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইত্তেফাকের সহ-সভাপতি মাওলানা আবুল বাশার নোমানী, মহাসচিব মাওলানা লোকমান মাযহারী, মুফতি শহীদুল্লাহ্ কাসেমী, মুফতি হানিফ কাসেমী, মাওলানা ঈসা কাসেমী, মাওলানা আবদুস সালাম, মাওলানা আবদুল লতিফ ফারুকী, মাওলানা আবু হানিফ, মাওলানা আখতারুজ্জামান কাসেমী, মাওলানা নূর মুহাম্মদ কাসেমী, মাওলানা ইলিয়াস হাসান কাসেমী, মাওলানা ফখরুদ্দীন আল হুসাইনী, মাওলানা মাসউদুর রহমান প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ