আওয়ার ইসলাম ডেস্ক: গাজা উপত্যকা ও লেবাননে নতুন করে আর হামলা চালাবে না ই*সরায়েল। এক ঘোষণায় ই*সরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ‘এ মুহূর্তে আমাদের অপারেশন শেষ।’
তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ‘উত্তেজনা বৃদ্ধি পাক কেউ এখন এমনটা চায় না। ’
তিনি আরও বলেছেন, ‘অন্তত আগামী কয়েক ঘণ্টা শান্তির জবাব শান্তির মাধ্যমেই দেওয়া হবে।’
পবিত্র আল-আকসা মসজিদে টানা দুই দিন ই*সরায়েলি পুলিশ তাণ্ডব চালানোর পর গত বুধবার ও বৃহস্পতিবার ই*সরায়েলে রকেট হামলা চালায় হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবানন থেকে রকেটগুলো ছোড়া হয়।
এর জবাবে লেবানন ও গাজায় বিমান হামলা চালায় ই*সরায়েল। দখলদার ই*সরায়েলি সেনারা হামলা চালানোর পর ‘উত্তেজনা’ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল।
তবে শুক্রবার (৭ এপ্রিল) ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা নতুন করে আর হামলা চালাবে না।
এদিকে দক্ষিণ লেবাননে ই*সরায়েলি হামলার যে লক্ষ্যবস্তুগুলো, সেটি ছিল উন্মুক্ত স্থান। আল জাজিরার জেইনা খোদরের মতে, উত্তেজনা এড়াতেই ই*সরায়েল হামলার জন্য উন্মুক্ত স্থান বেছে নিয়েছে।
বৈরুতে থাকা খোদর বলেছেন, এটি সত্যিই ইঙ্গিত দেয় যে ই*সরায়েল উত্তেজনা চাচ্ছে না।
-একে