বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে রমজান সামনে রেখে প্রস্তুত হচ্ছে রিয়্যালিটি শো ‘পবিত্র কুরআনের আলো’

কোন মুসলামনকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক বিচারপতি শাইখুল ইসলাম হযরত তাকী উসমানী হাফি. বলেন, কোন মুসলামনকে কষ্ট দেওয়া, তার অন্তরে ব্যাথা দেয়া কবিরা গুনাহ। আমরাতো শুধু নেশা করা, জিনা করাকে গুনাহের কাজ মনে করে থাকি; অথচ কোন মুসলমানকে কষ্ট দেয়াও কবীরা গুনাহ্।

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- মুসলমানতো ঐ ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। মুখে যা আসে তাই বলে ফেললাম, মনে যা আসে তাই বলে ফেললাম, আমার দ্বারা অন্য মানুষ কষ্ট পেলো, নিরাপদ নয়; তাহলে কেমন মুসলমান আমরা?

মুসলমানের হাত ও জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকার কথা অথচ আমরা অন্যকে কষ্ট দেয়াকে গুনাহই মনে করি না।

হাদিসের ভাষায়

وَعَن عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ الله عَنهُمَا، عَنِ النَّبيّ ﷺ، قَالَ: «المُسْلِمُ منْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللهُ عَنْهُ». مُتَّفَقٌ عَلَيهِ

আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই, যার জিভ ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে।

আর প্রকৃত মুহাজির (দ্বীনের খাতিরে স্বদেশ ত্যাগকারী) সেই, যে আল্লাহ যে সব কাজ করতে নিষেধ করেছেন, তা ত্যাগ করে।’’ [বুখারি১০, ৬৪৮৪, মুসলিম ৪০, নাসায়ি ৪৯৯৬, আবু দাউদ ২৪৮১, আহমদ ৬৪৫১, ৬৪৭৮, ৬৭১৪, ৬৭৫৩, ৬৭৬৭, ৬৭৭৪, ৬৭৯৬, দারেমি ২৭১৬]

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ