বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে

৫৬২ দিন পর জামিন পেলেন দায়ী মাওলানা কলিম সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। প্রখ্যাত ইসলামি দায়ী মাওলানা কলিম সিদ্দিকী ৫৬২ দিন পর জামিন পেয়েছেন।

আজ বুধবার এলাহাবাদ হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন।

মাওলানা কলিম সিদ্দিকী ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ এর অধীনে করা একটি মামলায় কারাগারে বন্দী হয়েছেন, বুধবার এলাহাবাদ হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন।

আইনজীবী এস এম রেহমান ফয়েজ, ব্রিজ মোহন সাহাই ও জিয়া উল কাইয়ুম জিলানি কারাবন্দী এ দায়ীর পক্ষে উপস্থিত আদালতে উপস্থিত ছিলেন।

মাওলানা কালিম সিদ্দিকী পশ্চিম উত্তর প্রদেশের একজন বিশিষ্ট আলেম ও গ্লোবাল পিস সেন্টারের পাশাপাশি জামিয়া ইমাম ওয়ালিউল্লাহ ট্রাস্টের সভাপতি।

তিনি ছাড়াও মোহাম্মদ উমর ও মুফতি কাজী জাহাঙ্গীর কাসেমিসহ এক ডজনেরও বেশি এ কঠোর আইনের মামলায় একই জেলে বন্দী রয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ ডিসেম্বর ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয়। এই আইনের জেরে বিক্ষোভ দানা বেধে ওঠে। আর সেই আন্দোলনের উপকেন্দ্র হয়ে উঠেছিল দিল্লির শাহীন বাগ। এই আন্দোলন চলার সময় পুলিশ ধর্মীয় নেতাদের মধ্যে বিভিন্ন কথোপকথন ফাঁস করে।

পুলিশ তদন্ত করে আরও জানিয়েছে, মাওলানা কালিম সিদ্দিকির ট্রাস্ট ৩ কোটির বেশি বিদেশি অর্থ গ্রহণ করেছে। এর মধ্যে দেড় কোটি এসেছে বাহরাইন থেকে।

মাওলানা কালিম সিদ্দিকী ভারতের বিখ্যাত আলেম মুসলিম ধর্মপ্রচারক। দেশটির হাজার হাজার অমুসলিম বিভিন্ন সময়ে তার আলোচনা ও প্রচেষ্টায় ইসলাম গ্রহণ করেছেন। বাবরি মসজিদ ধ্বংসের কাজে জড়িতসহ বিভিন্নভাবে মুসলমানদের ওপর নির্যাতনকারী বহু অমুসলিমও তার হাতে ইসলাম গ্রহণ করেন।

এদিকে মাওলানা কালিম সিদ্দিকীকে গ্রেফতারের পরপরই স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন। আম আদমি পার্টির আমানাতুল্লাহ খান এবং দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এই ঘটনাকে ‘মুসলিম নির্যাতন’ হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানান। সূত্র: মাকতুব মিডিয়া, ইন্ডিয়া

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ