শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহ চরখরিচা মাদরাসায় দুই দিনব্যাপী লিখন-পঠন কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: পবিত্র রমজান মাসে চলমান বিশেষ দু’টি কোর্সে লিখন-পঠন কর্মশালার আয়োজন করছে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত জামিয়া মাহমুদিয়া চরখরিচা, মোমেনশাহী।

আগামী বুধ ও বৃহস্পতিবার ( ৫,৬ এপ্রিল) দুই দিনব্যাপী চলবে এই কর্মশালা।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, অদ্রির পরিচালক বি এম হারিস, ঢাকামেইলের যুগ্মবার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম।

কর্মশালাটি ময়মনসিংহ ও আশপাশের মাদরাসা শিক্ষার্থী এবং আলেমদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান জামিয়া মাহমুদিয়া চরখরিচা’র মুহতামিম মাওলানা মাসরুর হাসান।

তিনি বলেন, সুন্দর আগামী গড়তে প্রশিক্ষিত প্রজন্ম গড়া আবশ্যক। রমজানের ছুটিকে কাজে লাগাতে প্রতি রমজানেই বিভিন্ন কর্মশালার আয়োজন করে জামিয়া মাহমুদিয়া চরখরিচা। এই কর্মশালার গুরুত্বপূর্ণ একটি অংশ বাংলাভাষা ও সাহিত্য চর্চা। প্রতিবারের মতো এবারও দেশের স্বনামধন্য সাহিত্যিক, সাংবাদিক ও লেখকরা প্রশিক্ষণ প্রদান করবেন। ময়মনসিংহ ও আশপাশের মাদরাসা শিক্ষার্থী এবং আলেমদের জন্য যেহেতু এই কর্মশালা সম্পূর্ণ উন্মুক্ত থাকছে তাই আমি আহ্বান করবো তারা যেন এতে অংশ নিয়ে নিজেদের মেধার বিকাশ ঘটায়।

লোকেশন: শম্ভুগঞ্জ হতে পরাণগঞ্জ রোডে ১০ কি.মি. দূরত্বে চরখরিচা গ্রামে উক্ত জামিয়া অবস্থিত। ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন ০১৯১১৬৫৬৫৪১, ০১৬২০ ৯৩৭০৮৮ নাম্বারে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ