শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

অক্সিজেন কারখানা বন্ধ করবেন না মালিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের অক্সিজেন কারখানার মালিকরা কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের মানববন্ধন কর্মসূচিও প্রত্যাহার করেছেন তারা।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসন, কারখানা মালিকপক্ষ ও শিল্প পুলিশের ত্রিপক্ষীয় বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামানের সভাপতিত্বে সার্কিট হাউসে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক শেষে রাত ৮টার দিকে আগের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানান মালিকরা।

এর আগে বৃহস্পতিবার সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে কোমরে দড়ি বেঁধে আদালতে নিয়ে যাওয়ার প্রতিবাদে জাহাজ ভাঙ্গা কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) এক বৈঠক শেষে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখা ও চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেয়।

শুক্রবার ত্রিপক্ষীয় বৈঠক শেষে বিএসবিআরএ’র সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, ‌বিএসবিআরএ’র সম্মানিত সদস্য সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দিন সান্টু সাহেবকে পুলিশ কর্তৃক কোমরে রশি বাঁধার ঘটনায় চট্রগ্রাম জেলা ও শিল্প পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করেছেন। একে একটি অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন তারা। ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেন, সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দিনকে কোমরে দড়ি বেঁধে আদালতে নেয়া ছিল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের সার্বিক সহায়তা করার আশ্বাস দিয়েছি। তবে মামলা দেশের আইন অনুযায়ী প্রচলিত নিয়মে চলবে।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ