শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

লাইসেন্স ছাড়া বাজার পরিচালনা করতে দেবে না ডিএসসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্ধারিত হারে ফি পরিশোধ করে বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার লাইসেন্স সংগ্রহ করতে বলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ডিএসসিসির সম্পত্তি বিভাগ থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০ নম্বর আইন) এর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা) প্রবিধানমালা-২০২২ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অধিক্ষেত্রে লাইসেন্স গ্রহণ সাপেক্ষে বেসরকারি বাজার (ব্যক্তি/প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন জায়গায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ভোগ্যপণ্য, শাক-সবজি, পশুপাখি, পানীয় বাজার) প্রতিষ্ঠা ও পরিচালনার বিধান রয়েছে।

তাই নির্ধারিত হারে ফি পরিশোধ সাপেক্ষে বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার লাইসেন্স করপোরেশনের সম্পত্তি বিভাগ থেকে সংগ্রহ করে আগামী ৫ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। লাইসেন্সবিহীন বাজার পরিচালনা করা হলে আইনি ব্যবস্থাসহ জরিমানা করা হবে। আগামী ১৩ এপ্রিলের পর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোনো অনুমতিবিহীন বেসরকারি বাজার পরিচালনা করতে দেওয়া হবে না।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ