সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩টায় খাগড়াছড়ি পৌরসভার আরামবাগস্হ আইএবি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে মাওলানা কাউছার আজিজী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি খাগড়াছড়ি জেলা শাখার ছদর মাওলানা ছানাউল্লাহ।

সভায় বক্তাগণ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ, জাতি, ইসলাম ও মানুষের কল্যাণ অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের গণমানুষের আত্মা অর্জন করতে সক্ষম হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুর্নীতিমুক্ত, খোলাফায়ে রাশেদার অনুসৃত পথে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তাগ।

এ সময় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক মুহাম্মদ আল আমিন, ছাত্র আন্দোলন বাংলাদেশ এর অর্থ ও কল্যাণ সম্পাদক রবিউল হোসেন জিহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ