শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


রমজান উপলক্ষে কাতারে ৯০০ পণ্যের ছাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন রমজান উপলক্ষে দেশটির নাগরিক ও প্রবাসীদের সুবিধার্থে ৯০০টির বেশি নিত্যপ্রয়োজনী পণ্যের দাম কামানোর সিদ্ধান্ত নিয়েছে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।

গতকাল সোমবার মন্ত্রণালয় দেশটির খুচরা সংস্থাগুলোর সঙ্গে নিত্যপণ্যের দামের সমন্বয় করে এই সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রমজান মাস উপলক্ষে দেশটিতে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের নতুন তালিকা ঘোষণা করা হয়েছে।

এই তালিকায় ৯০০টির বেশি পণ্যদ্রব্যের দাম কমানো হয়েছে। আজ থেকে নতুন তালিকা কার্যকর করা হয়েছে। পুরো রমজান মাস এই তালিকায় পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করা হবে। নতুন এই দামে খুব সহজেই নাগরিক ও প্রবাসীরা রমজান মাসে তাদের পরিবারের চাহিদা মেটাতে সক্ষম হবে।

দাম কমানো প্রয়োজনীয় পণ্যদ্রব্যের মধ্যে রয়েছে- ময়দা এবং সংশ্লিষ্ট পণ্য, শস্য, ভুট্টা, দুগ্ধজাত পণ্য, দুধের গুঁড়া, মাখন, পনির, জুস, ঘি, লবণ, রান্নার তেল, পাস্তা, চাল, বাদাম, মাংস এবং পোল্ট্রি আইটেম, সাবান, টিস্যু, অ্যালুমিনিয়াম ফয়েল, ডিটারজেন্ট, ওয়াশিং পাউডারসহ আরও অনেক পণ্য।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ