শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ইমরান খানের বাড়ি ঘেরাও, উত্তপ্ত পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারে তার জামান পার্কের বাড়ি ঘেরাও করেছে পুলিশ। তবে সমর্থকদের বাধার মুখে এখনো বাড়িটিতে ঢুকতে পারেনি তারা। বাড়িতে ঢোকার চেষ্টা করলে পিটিআই কর্মীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষও হয়েছে। এসময় জলকামান ব্যবহার করলেও ইমরান খানের বাড়ি থেকে সর্বোচ্চ ৯০ মিটার দূরত্বে পৌঁছাতে পেরেছে পুলিশ।

পিটিআই চেয়ারম্যান সব কর্মী-সমর্থককে রাস্তায় নেমে আসার আহ্বান জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) এক ভিডিওবার্তায় তিনি বলেন, তারা ভাবছে আমি গ্রেফতার হলে জাতি ঘুমিয়ে পড়বে। আপনাদেরই তাদের ভুল প্রমাণ করতে হবে।

জানা যায়, তোশাখানা মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে ইমরান খানকে গ্রেফতার করতে গেছে পুলিশ। তার বিরুদ্ধে চলমান চারটি মামলার মধ্যে কেবল এই একটিতেই গ্রেফতারি পরোয়ানা বাতিল হয়নি।

জিও নিউজ জানিয়েছে, ইমরান খানকে গ্রেফতারের জন্য ইসলামাবাদ পুলিশের একটি দল সোমবার থেকেই লাহোরে রয়েছে। তবে পিটিআই চেয়ারম্যানের গ্রেফতার ঠেকাতে তার বাড়ি ঘিরে রেখেছে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। এ অবস্থায় জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। তারা বর্তমানে ইমরান খানের বাড়ি থেকে ৯০ মিটার দূরে রয়েছে।

ডনের খবরে বলা হয়েছে, পিটিআই কর্মীদের সঙ্গে সংঘর্ষে ইসলামাবাদের ডিআইজি আহত হয়েছেন। পুলিশের ছোড়া টিয়ারগ্যাসের ক্যানন ইমরান খানের বাড়ির ভেতরে গিয়ে পড়েছে।

পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি প্রথমে বলেছিলেন, ইমরান খান জামান পার্কের বাড়িতে রয়েছেন। তবে পরে বলেছেন, পিটিআই প্রধান সেখানে নেই। এছাড়া পুলিশের কাছে ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা দেখতে চেয়েছেন সাবেক অর্থমন্ত্রী।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে।

পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) নেতা মরিয়ম নওয়াজ বলেছেন, কোনো পুলিশ কর্মকর্তা আহত বা ক্ষতিগ্রস্ত হলে তার জন্য ইমরান খানই দায়ী থাকবেন।

তবে ভিডিওবার্তায় সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, আমার যদি কিছু হয় এবং আমাকে জেলে পাঠানো হয় বা আমাকে হত্যা করা হয়, তবে আপনাদের প্রমাণ করতে হবে, আপনারা ইমরান খানকে ছাড়াই সংগ্রাম করবেন এবং এই চোরদের দাসত্ব মেনে নেবেন না।

ইমরান খানের গ্রেফতারি আটকাতে পিটিআই সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও।

গত ২৮ ফেব্রুয়ারি পিটিআই চেয়ারম্যান ইমরান খানের নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের একটি নিম্ন আদালত। তোশাখানা মামলার শুনানিতে ধারাবাহিকভাবে অনুপস্থিতির কারণে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।

সেই পরোয়ানা গত সপ্তাহে স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট এবং ইমরান খানকে ১৩ মার্চ নিম্ন আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। কিন্তু সেদিনও আদালতে হাজির হননি পিটিআই চেয়ারম্যান। এর পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার তাকে গ্রেফতার করতে যায় পুলিশ।

গত ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার ইমরানকে গ্রেফতারে জামান পার্কের বাড়িতে হানা দিলো পুলিশ। গত ৫ মার্চ কৌশলে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়িয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ