শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


রমজানে বাজার নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে দেশের জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অনিয়ম পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আজ (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, রমজানে যাতে করে কিছুতেই জিনিসপত্রের দাম কৃত্রিমভাবে বাড়ানো না হয়; সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কঠোর নজরদারি রাখতে সারাদেশের জেলা প্রশাসকদের কেবিনেট ডিভিশন থেকে নির্দেশনা দেয়া হয়েছে। বাজারে যদি অস্বাভাবিক ব্যবস্থা দেখা যায় তাহলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে পারবেন জেলা প্রশাসকরা।

বাজার মনিটরিংয়ে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ