শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

যে পাতা ক্যানসার আর ডায়াবেটিসের মহাষৌধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানুষ কত কিছুই-না খায়। বিভিন্ন ধরনের খাবারের মধ্যে কখনও কি একটি পাতা খেয়ে দেখেছেন, যে পাতায় লুকিয়ে রয়েছে জাদুকরীসব গুণ।

পৃথিবীর আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে হাজারো পাতা। এই হাজারো পাতার মধ্যে একটি পাতাকে ডায়েট লিস্টে ঠাঁই দিতে পারেন। আর নিতে পারেন এর সব উপকারী গুণ।

পুষ্টিবিদদের মতে, বিভিন্ন পাতার মধ্যে অনন্য একটি পাতা হলো আম পাতা। এর যেমন ভেষজ বা আয়ুর্বেদ উপকারী রয়েছে, তেমনি রয়েছে বিভিন্ন ধরনের টোটকাও। যেমন,

শুধু ফল হিসেবে আম নয়, আমের পাতাতেও রয়েছে নানা ওষুধি গুণ। আম পাতায় রয়েছে প্রদাহরোধী বৈশিষ্ট্য। এর অ্যান্টিইনফ্লেমেটরি গুণের কারণে পেটের গোলযোগ নিমিষেই দূর হয়।

ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণের ক্ষমতাও রয়েছে আম পাতার। এছাড়া এই পাতা আলসার এমনকি ক্যানসারের বিরুদ্ধেও শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে।

মস্তিষ্ক সুস্থ রাখতেও কাজ করতে সক্ষম আম পাতা। শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, ক্লান্তি দূর করতে, কিডনি সুরক্ষাসহ মুখের নানা সমস্যা দূর করতে আম পাতাকে কাজে লাগাতে পারেন।

এরজন্য তিন কাপ পানিতে তিনটি আমের পাতা কুচি করে ফুটিয়ে দিন। পানি ১ কাপ হলে তা নামিয়ে ফেলুন। চায়ের মতো করে পান করুন।

আম পাতা পুড়িয়ে এর ধোয়া নিতে পারেন। এতে করে গলা ও হেঁচকির সমস্যা দূর হয়। আম পাতার ছাঁই পোড়া ক্ষত স্থানে লাগালে দ্রুত ভালো হয়ে যায়।

সূত্র: নিউজ ১৮ বাংলা

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ