শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


বাংলাদেশে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে জানিয়ে- সেই ট্রেন মিস না করতে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ রোববার (১২ মার্চ) এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটের দ্বিতীয় দিনের আলোচনায় এই আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের শুল্কছাড়সহ বিভিন্ন নীতি সহায়তা দিচ্ছে বাংলাদেশ। একশ’টি অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে, ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে।

এসব সুযোগ কাজে লাগিয়ে বিদেশি কোম্পানিগুলোকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহের কথা জানান যুক্তরাজ্য, কোরিয়া এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিনিয়োগকারীরা। তবে এর জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি, দীর্ঘমেয়াদি নীতি সহায়তা এবং বিনিয়োগ পরিবেশের উন্নতি চান তারা।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। বিনিয়োগের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ