শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নেবে না বিএনপি: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একদলীয় শাসন কায়েম করতে দলীয় সরকারের অধীনে সরকার নির্বাচন করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আবার সরকারের খায়েশ হয়েছে, ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ব্লুপ্রিন্ট নিয়ে আগামী নির্বাচন করতে চায় সরকার। বিএনপি শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। ’

শনিবার (১১ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার মনে করছে দেশটা তাদের, আর মানুষ সব তাদের প্রজা। এই অবস্থায় জনগণকে রাস্তায় নেমে আসতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার দেখিয়ে নতুন করে ভয় দেখানো শুরু করেছে ক্ষমতাসীনরা। গ্রেপ্তার ও মামলা দিয়ে দেশের মানুষকে দমিয়ে রাখতে চায় সরকার। দেশকে আজ নরকে পরিণত করেছে এই সরকার। ’

সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণ, চট্টগ্রাম ও সায়েন্স ল্যাবের বিস্ফোরণের ঘটনার দায় সরকারকে নিতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দুর্নীতির কারণে সরকারের উন্নয়নের ফানুস চুপসে গেছে। ’

আশুলিয়ার ডাকাতির টাকা কোথায় গেলো এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। ’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির আন্দোলনে সরকারের গাত্রদাহ হচ্ছে, উসকানি দিচ্ছে। সরকার চক্রান্ত শুরু করেছে, পঞ্চগড়ে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মামলা ও গ্রেপ্তার করে হয়রারি করছে। এসব বন্ধ করতে হবে। ’

বিএনপি নেতা বলেন, ‘ধর্যের সীমা আছে। মানুষ দেখতে চায় কতদিন তাদের বোকা বানাবে। আন্দোলনে ভেসে যাবে এই সরকার। ’

‘আদানির সঙ্গে চুক্তি দেশের স্বার্থবিরোধী। এটা দেশের পক্ষ নয়; বরং দেশের ক্ষতি করবে। ’

বিএনপির ১০ দফা মেনে নিয়ে সরকারের পদত্যাগের আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি তত্ত্বাবধায়ক সরকারে দাবিও মেনে নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘ অসৎ উদ্দেশে ক্ষমতায় টিকে থাকতে সরকার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করছে। জনগণকে জিজ্ঞেস করলে তারাও বলবে, হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না তারা। ’

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ