আওয়ার ইসলাম ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম দীর্ঘ সময় পর সচল হয়েছে। বুধবার থেকে ছবি শেয়ার করতে সমস্যার মুখোমুখি হচ্ছিলেন ব্যবহারকারীরা। কিছু সময়ের জন্য ইনস্টাগ্রাম 'ডাউন' ছিল বলেও জানা গেছে। তবে আজ বৃহস্পতিবার এই সমস্যা ঠিক করা হয়েছে বলে জানিয়েছে মেটা।
এক টুইট বার্তায় ইনস্টাগ্রাম জানায়, আজ সকালে কারিগরি ত্রুটির কারণে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারছিলেন না। সেই সমস্যা সমাধান করা হয়েছে।
গতকাল বুধবার ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেকটর জানায়, যুক্তরাষ্ট্রে ৪৬ হাজারেরও বেশি গ্রাহক ইনস্টাগ্রাম ব্যবহার করতে না পারার অভিযোগ জানিয়েছেন।
ডাউনডিটেক্টর গ্রাহকদের জমা দেওয়া এরর রিপোর্টসহ বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে এ বিষয়টি নিরীক্ষা করে।
এছাড়াও যুক্তরাজ্যের প্রায় ২ হাজার এবং অস্ট্রেলিয়া ও ভারত, উভয় দেশের ১ হাজারের বেশি ব্যবহারকারী ছবি এ ধরনের সমস্যায় পড়েছেন বলে জানায় ডাউনডিটেক্টর।
-এসআর