মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :
তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

লেদার ব্যবসায় সফলতার মুখ দেখছেন আলেম ব্যবসায়ী মাছুম আকবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। লেদার ব্যবসায় সফলতার মুখ দেখছেন আলেম ব্যবসায়ী মাছুম আকবর। তিনি আলেমদের এ ব্যবসায় বিনা পুজিতে কাজ করার সুযোগ করে দিতে চান।

আজ (৬ মার্চ) সোমবার মীরপুর ১১ লালমাটিয়া টেম্পুস্ট্যান্ডে জেনিথ লেদার এর নতুন শোরুমের উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামিয়া আনোয়ারিয়া বর্মী মাদরাসা মুহতামিম শাইখুল হাদিস, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহ-সভাপতি মাওলানা আশেকে মুস্তফা, হাফেজ মাওলানা আব্দুল হামিদ মহাপরিচালক মাদারিসে কুরবানিয়া, মাওলানা জাকির হোসেন কাসেমী, মুহতামিম তাহযিবুল উম্মাহ মাদরাসা, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মুহতামিম আবু বকর সিদ্দিক রা., হাফেজ মাওলানা মাহবুবুর রহমান কাসিমী মুহতামিম দারুল উলুম মাদ্রাসা, মাওলানা ইসমাইল খান, মাওলানা মোতালেব হোসেন, মাওলানা ওহাব, মাওলানা আব্দুল লতিফ, এছাড়াও আরো অন্যান্য ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

মাছুম আকবর বলেন, আলেমরা চামড়া ব্যবসায় এগিয়ে আসা দরকার, মাদরাসাগুলো চামড়া বিক্রি করে লাভবান হয় না। আমরা এই সংকট নিরসন করতে চাই। আলহামদুলিল্লাহ আমরা এখন বড় বড় কোম্পানিতে আমাদের তৈরি জুতা সাপ্লাই করে থাকি। আলেমরা যদি ব্যাপকভাবে এ ব্যবসায় জড়িত হয়, আশা করা যায় চামড়া শিল্পকে সামনে রেখে মাদরাসাগুলো সাবলম্বী হয়ে ওঠবে।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, জামিয়া আনোয়ারিয়া বর্মী মাদরাসা মুহতামিম শাইখুল হাদিস, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহ-সভাপতি মাওলানা আশেকে মুস্তফা।

তিনি বলেন, রাসুল সা. এর সুন্নাহ ব্যবসায় আলেমরা যত বেশি এগিয়ে আসবে দেশে অসাধু ব্যবসায়ী তত কমে আসবে। তাই ব্যবসায় আলেমদেরও এগিয়ে আসা প্রয়োজন। আল্লাহ তায়ালা এ ব্যবসায় সফলতা দান করুন। বারাকাহ দান করুন। আমিন।

মাছুম আকবরের সঙ্গে যোগাযোগ করা যাবে ০১৯১২-৬৩৪১০৯ নম্বরে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ